ToritTorit

তড়িৎ তাণ্ডব

Rated 4.70 out of 5 based on 20 customer ratings
(20 customer reviews)

৳ 975

  • তড়িৎ সম্পর্কিত ২০টি সায়েন্স এক্সপেরিমেন্ট করতে পারবে।
  • নতুন এক্সপেরিমেন্ট তৈরি করে সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে।
  • মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসতে পারবে।
  • এই এক্সপেরিমেন্টগুলো বিভিন্ন ক্লাসের বিজ্ঞান বইতে ওরা পড়ছে কিংবা ভবিষ্যতে পড়বে।
  • হাতে কলমে করার ফলে তড়িৎ সম্পর্কিত বিষয়গুলো খুব ভাল করে বুঝতে পারবে
View cart

Product Description

তড়িৎ কিভাবে কাজ করে?

তড়িৎ কি ভয় পাওয়ার জিনিস নাকি মুগ্ধ হওয়ার জিনিস ? 

 

এই অসাধারণ ধারনা গুলির  সাথে পরিচিত করে দেয়ার জন্যেই

জন্যেই তড়িৎ তাণ্ডব বিজ্ঞানবাক্স!

 

আপনার সন্তান যখন মোটর, ব্যাটারি আর সুইচের কানেকশন দিয়ে ফ্যান তৈরি করে আপনার শরীরে হাওয়া দেবে,
বাজার দিয়ে শব্দ সংকেত বানিয়ে আপনাকে শোনাবে, কেমন লাগবে আপনার বলুন তো?
আপনাকে যখন গম্ভীর মুখে সিরিজ আর প্যারালাল কানেকশনের পার্থক্য বোঝাবে, মনটা আনন্দে ভরে উঠবে না?

তড়িৎ তাণ্ডব বাক্সের ভিতরে রয়েছে

মোট ১৬ + উপকরণ 

১।জেমস ক্লিপ ২। ক্রোকোডাইল ক্লিপ ৩। পুশ পিন ৪।  এল ই ডি ৫। এল ডি আর ৬। প্লাস্টিক উড ৭।  কপার দণ্ড ৮।  থার্মিস্টর ৯।  জেনার ডায়োড, ১০। ক্যাপাসিটর ১১। রেজিস্টার ১২।  রিং ম্যাগনেট ১৩।  কার্ডবোর্ড ১৪। বেলুন ১৫। মোটর ১৬। জেনারেটর

৩২ পাতার রঙিন ম্যানুয়াল

এক্সপেরিমেন্ট যেন নিজে নিজেই করতে পারে সেজন্যে ৩২ পাতার বিস্তারিত কালারফুল ম্যানুয়াল।  যেখানে প্রতিটা এক্সপেরিমেন্ট কিভাবে করবে ছবিসহ বিস্তারিত বর্ননা এবং পদ্ধতি দেয়া আছে ।

৪৫ পাতার রঙ্গিন গল্পের বই

তড়িৎ বা বিদ্যুতের থিওরি গুলো গল্পে গল্পেই বুঝে ফেলার জন্যে আছে বোনাস হিসেবে ৪৫ পাতার রঙ্গিন গল্পের বই।

ভিডিও টিউটোরিয়াল সিডি

নিজের বাসায় যেন ভিডিও দেখেই এক্সপেরিমেন্ট করতে পারে সেজন্যে সিডি। সবগুলো এক্সপেরিমেন্টের ভিডিও টিউটোরিয়াল।

যেসব অসাধারণ এক্সপেরিমেন্ট করতে পারবে 

বাসায় বানাও জেনারেটর  – তড়িৎ তাণ্ডব – পরীক্ষণ নং- ৪ 
ক্যাপাসিটরে চার্জ বন্দী  – তড়িৎ তাণ্ডব – পরীক্ষণ নং- ১২ 
 তড়িৎ বিশ্লেষণ  – তড়িৎ তাণ্ডব – পরীক্ষণ নং- ৭

 মোট ২০+ অসাধারণ এক্সপেরিমেন্ট

বাকি এক্সপেরিমেন্ট গুলো হল- ৪।  চিরুণি থেকে বিদ্যুৎ তৈরি ৫। পানির ধারাকে বাঁকানো ৬। বেলুনের মাধ্যমে বিদ্যুৎ ৭। লাইট জ্বালানো-নিভানো ৮। ফ্যান তৈরি করা ৯।  মোটর-বাযার একসাথে ১০। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর ১১। রোধের খেলা ১২। তাপমাত্রার সাথে তড়িতের সম্পর্ক ১৩। ভেজিটেবল ব্যাটারি ১৪। আইস ট্রে ব্যাটারি ১৫। ম্যাজিক মোটর ১৬। জেনারেটর ১৭।  লাইট দিয়ে লাইট জ্বালানো ১৮। আগুন  দিয়ে বাতি জ্বালানো ১৯। ক্যাপাসিটরে চার্জ ধারণ ২০। তড়িৎ বিশ্লেষণ

যা যা শিখবে 

প্রতিটি এক্সপেরিমেন্টই চতুর্থ থেকে দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের কোন না কোন অধ্যায়ের সূত্র অনুসারে তৈরি  করা। তাই যে বয়সেই আপনি সন্তানকে তড়িৎ তান্ডব বিজ্ঞান বাক্সটি দেন না কেন ওর দারুণ ভাবে কাজে আসবে এবং এক ধাপ এগিয়ে থাকবে। 

১ টি এক্সপেরিমেন্ট – ৪র্থ শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
১টি এক্সপেরিমেন্ট – ৫ম শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
৮টি এক্সপেরিমেন্ট -৭ম শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
৫টি এক্সপেরিমেন্ট- ৮ম শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
৫টি এক্সপেরিমেন্ট- ৯ম এবং ১০ম শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট

তড়িৎ সম্পর্কিত যে বিষয়গুলো ভালভাবে বুঝতে পারবেঃ   

১। স্থির বৈদ্যুতিক আকর্ষণ ২। সরল বর্তনী ৩। সিরিজ কানেকশন ৪। প্যারালাল কানেকশন ৫। পরিবাহিতা ৬। রোধ ৭। ওহমের সূত্র ৮। তড়িৎ রাসায়নিক কোষ ৯। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ১০। পরিবর্তনশীল রোধ ১১। তড়িৎ বিশ্লেষণ ১২। বিনাশী ভোল্টেজ ১৩। ধারক

কিছু কমন প্রশ্নের উত্তর- 

তড়িৎ তাণ্ডব বিজ্ঞানবাক্সটি কোন ক্লাসের বাচ্চার জন্যে উপযুক্ত ? 
ক্লাস ৬ , ৭ , ৮ এর জন্যে সবচেয়ে ভাল হবে।
এর নীচের ক্লাসের বাচ্চাদের যদি অভিভাবক সাহায্য করেন, তাহলে পারবে।
 
 বাচ্চারা কি একা একা এক্সপেরিমেন্টগুলি করতে পারবে?
  •  হ্যাঁ, সাথে ম্যানুয়াল বই এবং সিডি থাকার কারণে বাচ্চারা খুব সহজেই এগুলি দেখে এক্সপেরিমেন্টগুলি করে   ফেলতে পারবে। তবে ক্লাস ৫ এর নীচে হলে অভিভাবক সাথে থাকতে হবে।
  •  তাছাড়া onnorokombigganbaksho ইউটিউব চ্যানেলে এক্সপেরিমেন্টগুলোর টিউটোরিয়াল দেয়া আছে। 
  •  তারপরেও সমস্যা হলে সাহায্যের জন্য ফোন করা যাবে বিজ্ঞানবাক্সের কাস্টমার কেয়ারে- ০১৮৪৭১০৩১০২-৩
ডেলিভারি চার্জ কত ? 
  • ঢাকার মধ্যে ক্যাশ অন্য ডেলিভারি চার্জ ৬০  টাকা 
  • ঢাকার বাইরে ক্যাশ অন্য ডেলিভারি চার্জ  ১০০  টাকা 

 

বাক্স খোলার ভিডিও 

 

একজন সচেতন অভিভাবক হিসাবে আপনি যে সব কারণে সন্তানের হাতে বিজ্ঞানবাক্স তুলে দিতে পারেন- 

পড়াশোনায় ভাল করতেঃ 

বিজ্ঞানবাক্স বাচ্চাদের মধ্যে প্রশ্ন করার প্রবণতা তৈরি করে। বিজ্ঞান বরাবরই আমাদের কাছে নীরস এবং কঠিন একটি বিষয় হিসেবে গণ্য হয়। আমরা অনেকেই বইয়ের সূত্র এবং উদাহরণগুলি মুখস্থ করে পড়ে এসেছি। আমাদের সন্তানেরা যেন তা না করে, তারা যেন আনন্দের সাথে বিজ্ঞান শিখতে পারে, এজন্যেই বিজ্ঞানবাক্স। নিজে নিজে এক্সপেরিমেন্টগুলি করার ফলে তার মধ্যে এক ধরণের আত্মবিশ্বাস তৈরি হবে, এবং সে বিজ্ঞানের সৌন্দর্য উপলব্ধি করতে সক্ষম হবে। তার কাছে তখন আর বিজ্ঞান মুখস্থ করার বিষয় মনে হবে না বরং বুঝে বুঝে পড়তে শিখবে যা সৃজনশীল শিক্ষাপদ্ধতিতে খুব সহায়ক হবে।

মেধা বিকাশেঃ

মেধার বিকাশ অনেকটাই চর্চার ব্যাপার। বিজ্ঞানবাক্স বাচ্চাদের চর্চার মধ্যে রাখে। তারা বইয়ে যে সূত্রগুলি পড়েছিলো, সেগুলি হাতেকলমে পরীক্ষা করে দেখার ফলে তাদের ভাবনার নতুন নতুন দুয়ার খুলে যায়, তারা হয়ে ওঠে অন্যদের চেয়ে আলাদা এবং অনন্য! এরকম একটি অন্যরকম মেধারী প্রজন্ম তৈরি করাই বিজ্ঞানবাক্সের উদ্দেশ্য।

ডিজিটাল আসক্তি দূর করতেঃ

আমাদের সমীক্ষায় দেখা গেছে বিজ্ঞানবাক্সের এক্সপেরিমেন্টগুলি বাচ্চাদের সায়েন্স এক্সপেরিমেন্ট করতে ব্যস্ত রাখছে, এবং তারা নতুন নতুন জিজ্ঞাসার সম্মুখীন হচ্ছে। এই জিজ্ঞাসাগুলির জবাব পেতে গিয়ে অনেকেই নতুন নতুন সায়েন্স প্রোজেক্ট তৈরি করে ফেলছে। বিভিন্ন সায়েন্স ফেয়ার বা ফেস্টিভ্যালে তারা এসব দেখিয়ে প্রশংসা এবং পুরস্কার পাচ্ছে। এ প্রক্রিয়ায়  ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে তাদের মনোযোগ অনেকাংশে সরে যাচ্ছে।

 সন্তানের সাথে কোয়ালিটি সময় কাটাতেঃ

বাচ্চাদের হাতে আমরা বাধ্য হয়ে বিভিন্ন খেলনা তুলে দিচ্ছি, যার  বেশিরভাগই  হয়তো তার অবসর কাটাতে সাহায্য করছে, কিন্তু কোয়ালিটি টাইম দিচ্ছে না।  বিজ্ঞানবাক্সের বিভিন্ন এক্সপেরিমেন্ট সন্তানকে সাথে নিয়ে আপনি করতে পারেন।  এতে আপনার সন্তানের সাথে আপনার অসংখ্য সুন্দর স্মৃতি তৈরি হবে। এবং ওকে ভাল কিছু শেখাতেও পারবেন। 

আমরা বিশ্বাস করি একজন সচেতন অভিভাবক হিসাবে রসায়ন রহস্য বিজ্ঞানবাক্সটি আপনি আপনার সন্তানের হাতে তুলে দিবেন এবং ওর মেধাকে শাণিত করতে সাহায্য করবেন।

How It Works

Customer Reviews

Your email address will not be published. Required fields are marked *

4.70
Rated 4.70 out of 5 based on 20 customer ratings
20 total
  1. by Nahid

    Rated 5 out of 5

    A good way to develop talent for kids

    • by Bigganbaksho

      Thank you.

  2. by Noushin Alam

    Rated 5 out of 5

    সিরিজ-প্যারালাল সার্কিটের জটিল হিসেব গুলো বাচ্চারা সহজেই শিখতে পারছে তড়িৎ তাণ্ডব কিট থেকে। আমার বাচ্চার কাছে এটি সবচেয়ে পছন্দের ছিলো।

    • by Bigganbaksho

      Thank You.

  3. by Saumik

    Rated 2 out of 5

    Can i buy a part of a box

    • by Bigganbaksho

      There is no option to buy a part of a box, buyer can buy only full box.

  4. by Md. Sabbirul Islam

    Rated 5 out of 5

    Excellent…

    • by Bigganbaksho

      Thanks.

  5. by Mohammad hossain

    Rated 5 out of 5

    Excellent…

    • by Bigganbaksho

      Thanks.

  6. by Mohammad Dedar Mahmud

    Rated 5 out of 5

    Excellent

    • by Bigganbaksho

      Thanks.

  7. by Nahian Monir

    Rated 5 out of 5

    This kit is much helpful for me. Thanks for this product.

  8. by Abdus Salam

    Rated 5 out of 5

    love u #BigganBaksho. আমি ৮ম শ্রেনীতে পড়ি। তড়িৎ তান্ডব বক্সটি ব্যাবহার করে অনেক টপিক্স বুজতে এখন সহজ হচ্ছে।তবে তড়িৎ নিয়ে আরো কিছু চাই

  9. by Iman Uz Zaman

    Rated 5 out of 5

    আমার ভাগিনা ক্লাস সিক্সে পড়ছে মিরপুর উপশহর সরকারি উচ্চ বিদ্যালয়ে। সে বাসায় লাইট লাগানো এবং সুইচ নষ্ট হলো কেন ? এই কাজগুলো করতে অনেক পছন্দ করে। তারপর আমার মনে হলো তাকে তড়িৎ তাণ্ডব বিজ্ঞানবাক্স কিনে দেওয়া যেতে পারে। তড়িৎ তাণ্ডব বিজ্ঞানবাক্সের সুইচ বানানো এই এক্সপেরিমেন্টটা তার খুবই ভালো লেগেছে। এবং বিজ্ঞানবাক্সে যে মোটরটা দেওয়া আছে সেটা ব্যবহার করে এটা গাড়িও বানিয়েছে। বিজ্ঞানবাক্স আসলেই বাচ্চাদের কৌতুহলী করে তোলে।

  10. by Rashed Raha

    Rated 4 out of 5

    এই বন্ধের সময় বিজ্ঞানবাক্স বেশ কাজে দিচ্ছে। একা একা বসে বসে এক্সপেরিমেন্ট করছে আর একেকটা এক্সপেরিমেন্ট শেষ করে বলছে সে নিজে নিজেই করেছে

  11. by Abdul Karim

    Rated 5 out of 5

    আমি এই বিজ্ঞানবাক্সটি পেয়ে খুবই amused! তড়িতের একদম basic কিছু এক্সপেরিমেন্ট এখানে দেয়া আছে, যা বাচ্চাদের খুবই কাজে লাগবে। ভবিষ্যতে উচ্চ শিক্ষার সময়ও তাদের এগুলি কাজে লাগবে। আর সবচেয়ে বড় ব্যাপার সাথে যে ম্যানুয়াল বই এবং গল্পের বইগুলি আছে, সেগুলি খুবই কাজের। বাচ্চাদের খুব সহজ করে বুঝিয়ে দেয়া হয়েছে। একবার করলে আর ভুলবে না।

  12. by Araf Nayeem

    Rated 4 out of 5

    আমার ভাতিজা অনেক দিন থেকেই বলছে ফায়ার এলার্ম তৈরী করবে কিভাবে করবে বুঝতে পারছিল না তড়িৎ তাণ্ডব বিজ্ঞানবাক্স কিনে দিয়েছি ফায়ার এলার্ম তৈরী করে ফেলেছে খুব সহজেই।

  13. by Benjir Bhuiya

    Rated 5 out of 5

    আমার ভাগিনা ক্লাস সিক্সে পড়ছে মিরপুর উপশহর সরকারি উচ্চ বিদ্যালয়ে। সে বাসায় লাইট লাগানো এবং সুইচ নষ্ট হলো কেন ? এই কাজগুলো করতে অনেক পছন্দ করে। তারপর আমার মনে হলো তাকে তড়িৎ তাণ্ডব বিজ্ঞানবাক্স কিনে দেওয়া যেতে পারে। তড়িৎ তাণ্ডব বিজ্ঞানবাক্সের সুইচ বানানো এই এক্সপেরিমেন্টটা তার খুবই ভালো লেগেছে। এবং বিজ্ঞানবাক্সে যে মোটরটা দেওয়া আছে সেটা ব্যবহার করে এটা গাড়িও বানিয়েছে। বিজ্ঞানবাক্স আসলেই বাচ্চাদের কৌতুহলী করে তোলে।

  14. by Munkaser Islam

    Rated 5 out of 5

    বিজ্ঞানবাক্স বাচ্চাদের চিন্তা ভাবনাকে বিকশিত হতে সাহায্য করে।

  15. by Raihan Rahman

    Rated 5 out of 5

    এই বন্ধের সময় বিজ্ঞানবাক্স বেশ কাজে দিচ্ছে। একা একা বসে বসে এক্সপেরিমেন্ট করছে আর একেকটা এক্সপেরিমেন্ট শেষ করে বলছে সে নিজে নিজেই করেছে

  16. by Azad Rahman

    Rated 5 out of 5

    love u #BigganBaksho. আমি ৮ম শ্রেনীতে পড়ি। তড়িৎ তান্ডব বক্সটি ব্যাবহার করে অনেক টপিক্স বুজতে এখন সহজ হচ্ছে।তবে তড়িৎ নিয়ে আরো কিছু চাই

  17. by Zarin Tasnim

    Rated 4 out of 5

    আমার ছোট ভাইয়ের ছেলে ছোট বেলা থেকেই ইঞ্জিনিয়ার হতে চায়। আমি তার জন্য অনেকদিন যাবত এমন কিছু একটা খুজতেছিলাম যেটা তার ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছাটাকে বাড়িয়ে দেবে কিন্তু তেমন কিছু পাচ্ছিলাম না। আবশেষে কয়েকদিন আগে আমার এক বড় ভাই আমাকে বিজ্ঞানবাক্স সম্পর্কে জানালেন আর আমি এই বক্সটি কিনে দিলাম আমার ভাতিজার জন্য। সে এইটা পেয়ে খুব খুশি।

  18. by Nayon halder

    Rated 5 out of 5

    Bigganbaksho is great idea in Bangladesh.we are lucky that we have got different type Bigganbaksho.(Physics& Camestry type).Thankyou very much onnorokom bigganbaksho.

  19. by Nafiz Iqbal

    Rated 5 out of 5

    আমি এই বিজ্ঞানবাক্সটি পেয়ে খুবই amused! তড়িতের একদম basic কিছু এক্সপেরিমেন্ট এখানে দেয়া আছে, যা বাচ্চাদের খুবই কাজে লাগবে। ভবিষ্যতে উচ্চ শিক্ষার সময়ও তাদের এগুলি কাজে লাগবে। আর সবচেয়ে বড় ব্যাপার সাথে যে ম্যানুয়াল বই এবং গল্পের বইগুলি আছে, সেগুলি খুবই কাজের। বাচ্চাদের খুব সহজ করে বুঝিয়ে দেয়া হয়েছে। একবার করলে আর ভুলবে না।

  20. by Labonno Jaman

    Rated 5 out of 5

    খুবই উপকারি একটা জিনিস। ইলেকট্রিসিটি নিয়ে আমাদের যে ভয় কাজ করে সেটা দূর করতে সাহায্য করবে এই কিটটি।