অদ্ভুত মাপজোখ
৳ 980
- আলো মাপা যায়
- শব্দ মাপা যায়
- বিভিন্ন পাওয়ারের লাইটের তুলনা করা যায়
- রিমোট ভালো না নষ্ট তা নিরুপন করা যায়
- কোন ইলেকট্রিকাল সার্কিটের তাপমাত্রা মাপা যায় ইত্যাদি
- সর্বমোট একটিভিটির সংখ্যা প্রায় ৫০টি
Product Description
কেন আমরা অদ্ভুত মাপজোখ বিজ্ঞানবাক্সটি তৈরি করেছি?
জায়ানের স্বভাবটা হলো সবকিছু একটু পরখ করে দেখা, বিশেষ করে ইলেকট্রিকাল যন্ত্রপাতিগুলো। এটা ঠিক আছে তো? ওটা ভালোভাবে কাজ করছে তো? জায়ানদের জন্যেই অদ্ভুত মাপজোখ।
অদ্ভুত মাপজোখের মাধ্যমে আমরা একটু বড় ক্লাশে পড়া শিশুদের সমস্যা সমাধানে উৎসাহিত করার চেষ্টা করেছি। যেমন ধরুন আপনি খেলা দেখতে বসলেন, কিন্তু রিমোট কাজ করছে না। সমস্যাটা কি রিমোট, না ব্যাটারির? দোকানে পাঠাতে হবে এখন? কোনো দরকার নেই! অদ্ভুত মাপজোখের উপকরণগুলো ব্যবহার করে আপনার ক্ষুদে বিজ্ঞানীটি বলে দিতে পারবে গড়বড়টা কোথায়! এই কিটের এক্সপেরিমেন্টগুলোতে আমরা বাড়তি কিছু সমস্যা দিয়ে রেখেছি, যেগুলো সে নিজেই মাথা খাটিয়ে বের করতে পারবে।
একজন সচেতন অভিভাবক হিসাবে আপনি যে সব কারণে সন্তানের হাতে বিজ্ঞানবাক্স তুলে দিতে পারেন-
পড়াশোনায় ভাল করতেঃ
বিজ্ঞানবাক্স বাচ্চাদের মধ্যে প্রশ্ন করার প্রবণতা তৈরি করে। বিজ্ঞান বরাবরই আমাদের কাছে নীরস এবং কঠিন একটি বিষয় হিসেবে গণ্য হয়। আমরা অনেকেই বইয়ের সূত্র এবং উদাহরণগুলি মুখস্থ করে পড়ে এসেছি। আমাদের সন্তানেরা যেন তা না করে, তারা যেন আনন্দের সাথে বিজ্ঞান শিখতে পারে, এজন্যেই বিজ্ঞানবাক্স। নিজে নিজে এক্সপেরিমেন্টগুলি করার ফলে তার মধ্যে এক ধরণের আত্মবিশ্বাস তৈরি হবে, এবং সে বিজ্ঞানের সৌন্দর্য উপলব্ধি করতে সক্ষম হবে। তার কাছে তখন আর বিজ্ঞান মুখস্থ করার বিষয় মনে হবে না বরং বুঝে বুঝে পড়তে শিখবে যা সৃজনশীল শিক্ষাপদ্ধতিতে খুব সহায়ক হবে।
মেধা বিকাশেঃ
মেধার বিকাশ অনেকটাই চর্চার ব্যাপার। বিজ্ঞানবাক্স বাচ্চাদের চর্চার মধ্যে রাখে। তারা বইয়ে যে সূত্রগুলি পড়েছিলো, সেগুলি হাতে-কলমে পরীক্ষা করে দেখার ফলে তাদের ভাবনার নতুন নতুন দুয়ার খুলে যায়, তারা হয়ে ওঠে অন্যদের চেয়ে আলাদা এবং অনন্য! এরকম একটি অন্যরকম মেধারী প্রজন্ম তৈরি করাই বিজ্ঞানবাক্সের উদ্দেশ্য।
ডিজিটাল আসক্তি দূর করতেঃ
আমাদের সমীক্ষায় দেখা গেছে বিজ্ঞানবাক্সের এক্সপেরিমেন্টগুলি বাচ্চাদের সায়েন্স এক্সপেরিমেন্ট করতে ব্যস্ত রাখছে, এবং তারা নতুন নতুন জিজ্ঞাসার সম্মুখীন হচ্ছে। এই জিজ্ঞাসাগুলির জবাব পেতে গিয়ে অনেকেই নতুন নতুন সায়েন্স প্রোজেক্ট তৈরি করে ফেলছে। বিভিন্ন সায়েন্স ফেয়ার বা ফেস্টিভ্যালে তারা এসব দেখিয়ে প্রশংসা এবং পুরস্কার পাচ্ছে। এ প্রক্রিয়ায় ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে তাদের মনোযোগ অনেকাংশে সরে যাচ্ছে।
সন্তানের সাথে কোয়ালিটি সময় কাটাতেঃ
বাচ্চাদের হাতে আমরা বাধ্য হয়ে বিভিন্ন খেলনা তুলে দিচ্ছি, যার বেশিরভাগই হয়তো তার অবসর কাটাতে সাহায্য করছে, কিন্তু কোয়ালিটি টাইম দিচ্ছে না। বিজ্ঞানবাক্সের বিভিন্ন এক্সপেরিমেন্ট সন্তানকে সাথে নিয়ে আপনি করতে পারেন। এতে আপনার সন্তানের সাথে আপনার অসংখ্য সুন্দর স্মৃতি তৈরি হবে। এবং ওকে ভাল কিছু শেখাতেও পারবেন।
কেন অদ্ভুত মাপজোখ বিজ্ঞানবাক্সটি আপনার সন্তানের দরকার?
- তড়িৎ সংক্রান্ত ৫০+ একটিভিটি আছে, যা তাকে বাসাবাড়ির ব্যবহারিক কাজে পটু করে তুলবে।
- নতুন এক্সপেরিমেন্ট তৈরি করে সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে।
- মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসতে পারবে।
- এক্সপেরিমেন্টগুলো বিভিন্ন ক্লাসের বিজ্ঞান বইতে ওরা পড়ছে কিংবা ভবিষ্যতে পড়বে।
- হাতে কলমে করার ফলে তড়িৎ সম্পর্কিত বিষয়গুলো খুব ভাল করে বুঝতে পারবে ।
তড়িৎ সম্পর্কিত যে বিষয়গুলো ভালভাবে বুঝতে পারবেঃ
১। ফরোয়ার্ড ড্রপ
২। তড়িৎ রাসায়নিক কোষ
৩। কারেন্ট এবং ভোল্টেজ
৪। তড়িৎ পরিবাহী এবং অপরিবাহী
৫। ইনফ্রারেড রেডিয়েশন
৬। পরিবর্তনশীল রোধ
৭। তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক
৮। শব্দের তীব্রতা
৯। ব্রেকডাউন ভোল্টেজ
১০। ক্যাপাসিটর
১১। আলোর তীব্রতা
এক্সপেরিমেন্টগুলির সাথে কি পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয়ে মিল আছে?
প্রতিটি এক্সপেরিমেন্টই ৭ম থেকে দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের কোন না কোন অধ্যায়ের সূত্র অনুসারে তৈরি করা। তাই যে বয়সেই আপনি সন্তানকে আলোর ঝলক বিজ্ঞান বাক্সটি দেন না কেন ওর দারুণ ভাবে কাজে আসবে এবং এক ধাপ এগিয়ে থাকবে।
- ২ টি এক্সপেরিমেন্ট – ৭ম শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
- ৩টি এক্সপেরিমেন্ট –৮ম শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
- ১০+ এক্সপেরিমেন্ট- ৯ম এবং ১০ম শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
বাচ্চারা কি একা একা এক্সপেরিমেন্টগুলি করতে পারবে?
- হ্যাঁ, সাথে ম্যানুয়াল বই থাকার কারণে বাচ্চারা খুব সহজেই এগুলি দেখে এক্সপেরিমেন্টগুলি করে ফেলতে পারবে।
- তাছাড়া onnorokombigganbaksho ইউটিউব চ্যানেলে এক্সপেরিমেন্টগুলোর টিউটোরিয়াল দেয়া আছে।
- তারপরেও সমস্যা হলে সাহায্যের জন্য ফোন করা যাবে বিজ্ঞানবাক্সের কাস্টমার কেয়ারে- ০১৮৪৭১০৩১০২-৩
কী কী উপকরণ আছে অদ্ভুত মাপজোখে?
অদ্ভুত মাপজোখ বিজ্ঞানবাক্সের উপকরণগুলি হলো-
১। থার্মিস্টার
২। এল.ডি.আর
৩। রেজিস্টার
৪। সাধারন ডায়োড
৫। জেনার ডায়োড
৬। এল.ই.ডি
৭। IR রিসিভার
৮। ব্যাটারি
৯। বাযার
১০। ছোট ব্যাটারি
১১। ব্যাটারি কেসিং
১২। ওয়্যারলেস মডিউল
১৩। ক্যাপাসিটর
১৪। অডিও জ্যাক
১৫। মিউজিক্যাল মডিউল
১৬। ক্রোকোডাইল ক্লিপ
১৭। সাউন্ড সেন্সর
কী কী করা যায় এগুলো দিয়ে?
মোট ১৭টি এক্সপেরিমেন্ট এবং ৫০+ একটিভিটি করা যায়।
প্রথমেই আমরা দেখে নেই আলোর তীব্রতার সাথে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ভিডিও
অন্যান্য এক্সপেরিমেন্ট গুলো হল-
১। পালটে গেলে রং, কারেন্ট করবে ঢং
২। ব্যাটারির বাহাদুরি যাচাই
৩। কারেন্টের ওপর গোয়েন্দাগিরি
৪। শকিং পরিবাহী রকিং অন্তরক
৫। নষ্ট রিমোট, ভালো রিমোট
৬। চা-বরফের ঠোকাঠুকি
৭। চিৎকার চাম্পিয়ান
৮। হিট বনাম কিট
৯। চার্জ ধরি চার্জ ছাড়ি
১০। বহুরূপী আলো
আমরা বিশ্বাস করি একজন সচেতন অভিভাবক হিসাবে অদ্ভুত মাপজোখ বিজ্ঞানবাক্সটি আপনি আপনার সন্তানের হাতে তুলে দিবেন এবং ওর মেধাকে শাণিত করতে সাহায্য করবেন।
by Nahid
কি ভাবে হাওয়া ছাড়া বেলুন ফুলাবো
by Meraj
পছন্দের একটা বক্স, সাউন্ড সেন্সরটা ভালো লাগছে
by Bigganbaksho
Thank You.
by manik
remot er test kora jai???? ki babe test hoy
by Bigganbaksho
অদ্ভুত মাপজোখ বিজ্ঞানবাক্সের একটা এক্সপেরিমেন্ট হল রিমোট টেস্ট করা। এটা IR (Infrared) রশ্মি সেন্সর দিয়ে একটি সার্কিট বানিয়ে টেস্ট করা হয়।
by MD. Farhan Sadiq
Awesome
by Bigganbaksho
Thanks.
by Jarin
ektu kom taka ki rakte parben??
by Bigganbaksho
Amader box gulor price fixed.
by MD. JAHANGIR ALAM
Have u any discount?
by Tomoy Chakraborty
Ami Torit Tandob bigganbaksher vinegar die bettery bananor experiment ta korar chesta korleo parini.Ekhon ki korbo?
by Bigganbaksho
Please call 01847-103103 for detail.
by Bashiruddin
আমার ছেলে ৩টা বিজ্ঞানবাক্স ব্যবহার করেছে। কিছুদিন আগে তার জন্য স্বপ্ন থেকে অদ্ভুত মাপজোখ বিজ্ঞানবাক্স নিয়েছি। কিন্তু আগের গুলোর মত এখানে কোন ভিডিও টিউটোরিয়াল নেই। আমার ছেলে মন খারাপ করেছে । তাই বিজ্ঞানবাক্সের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অদ্ভুত মাপজোখের ভিডিও টিউটোরিয়াল তৈরি করুন। বিজ্ঞানবাক্সের এক্সপেরিমেন্ট করে আমার বাচ্চা খুব এক্সসাইটেড, এখন সে বিজ্ঞানী হতে চাই।
by Liaquat Ali
আজকাল অনলাইনে পণ্য কেনাকাটা করে নিশ্চিত থাকা যায় না যে সঠিক পণ্য সঠিক ভাবে পাব কী না? কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পণ্যটি হাতে পেয়েছি যে জন্য ধন্যবাদ। আর প্রোডাক্টিও সব ঠিকঠাক ছিল।
by Rayan Tausif Niloy
আপনাদের অদ্ভূত মাপজোখ বক্সটি বাণিজ্যমেলা থেকে সংগ্রহ করে ব্যবহার করেছিলাম,বেশ ভালো লেগেছিলো। বক্সটিতে ট্রানজিষ্টরের ব্যবহার নিয়ে কিছু এক্সপেরিমেন্ট থাকলে ভালো হতো।কারণ, ট্রানজিষ্টর একটি গুরুত্বপূর্ণ ডিভাইস ফিজিক্সের জন্য…..
by sohan khan
মাপজোখের বক্সটি অনেক সুন্দর একটি বক্স। এই বক্সটির অনেকগুলো পজেটিভ দিক আছে যেমন, ১. এই বক্সটি দিয়ে পরীক্ষণ করা যায়। ২. এই বক্সটি দিয়ে প্রোজেক্ট করা যায়। ৩. এই বক্সটি দিয়ে নিজেও কিছু তৈরী করার আগ্রহ এবং প্রয়োজনীয় উপকরণ আছে। ৪. মডিউল ব্যবহার করার কারণে এই বক্সটি প্রাইজের তুলনায় খুব ভাল। অনেক ভাল দিক থাকার মধ্যেও একটি বিপরীত দিক আছে সেটি হল- বাচ্চারা ম্যানুয়াল হিসেবে যে কার্ডগুলো পায় তা ম্যানয়াল বই হলে ভাল হতো। কার্ড হাড়িয়ে যায়, এলোমেলো হয়ে যায়।
by Minhaz Chowdhury
আমার ছেলে ৩টা বিজ্ঞানবাক্স ব্যবহার করেছে। কিছুদিন আগে তার জন্য স্বপ্ন থেকে অদ্ভুত মাপজোখ বিজ্ঞানবাক্স নিয়েছি। কিন্তু আগের গুলোর মত এখানে কোন ভিডিও টিউটোরিয়াল নেই। আমার ছেলে মন খারাপ করেছে । তাই বিজ্ঞানবাক্সের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অদ্ভুত মাপজোখের ভিডিও টিউটোরিয়াল তৈরি করুন। বিজ্ঞানবাক্সের এক্সপেরিমেন্ট করে আমার বাচ্চা খুব এক্সসাইটেড, এখন সে বিজ্ঞানী হতে চাই।