একটা টাইম মেশিন থাকলে কেমন হতো? ৭০ বছর পেছনে চলে গিয়ে ঢাকার যত লাইব্রেরি আছে সব দেখে আসা যেত! প্রশ্ন আসতে পারে, এমন ইচ্ছে কেন হলো! না, কোনো রোমাঞ্চকর অভিযান বা বিশেষ মিশনের জন্যে টাইম মেশিন নয়। আমাদের দেখতে ইচ্ছে করছে ঢাকার অন্যতম পুরোনো একটি বইয়ের দোকানকে। অনেকেই হয়তো নাম জানেন দোকানটির। ঢাকা নিউমার্কেটের ‘বুকমার্ট’! ঢাকার যত লাইব্রেরি, বিশেষ করে অভিজাত বইয়ের দোকানগুলোর মধ্যে বুক মার্ট অন্যতম। আজ কথা হচ্ছিলো বুকমার্টের বর্তমান স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়ার সাথে। গত প্রায় ২২ বছর ধরে দোকানটির দেখভাল করছেন তিনি। ২২ বছর অনেক সময়, তাই না? খুব বেশি মনে হবে না, যদি জানা থাকে যে এই দোকানটির প্রকৃত বয়স প্রায় ৭০ বছর, যার গোড়াপত্তন ঘটে জাহিদুল ইসলামের বাবা মরহুম হাজী চাঁন মিয়ার হাত ধরে।
ভাবতে ভীষণ ভালো লাগে না, সেই পঞ্চাশের দশকের ছিমছাম সুন্দর ঢাকায় চোখে চশমা এঁটে পাটভাঙা শাড়ি পরা মেয়েটি অথবা রবীন্দ্রনাথের সুর ভাঁজতে থাকা ঝাঁকড়া চুলের ছেলেটি গল্প করছে ভালো লাগা কবিতা নিয়ে, অথবা ঢোলা “ইংলিশ প্যান্ট” পরা বাচ্চা ছেলেটি বাবার হাত ধরে ব্যাগভরা বই নিয়ে যাচ্ছে নতুন ক্লাশের জন্যে?
সেই পুরোনো ঢাকা, সেই পুরোনো সময়, সেই পুরোনো মানুষ কিছুই এখন নেই, কিন্তু একটা জিনিস কিন্তু এখনও আছে, এবং চিরদিনই রয়ে যাবে। সেটি হলো বই! ৭০ বছর ধরে মানুষের মাঝে পড়ার তৃষ্ণা জাগিয়ে রেখে বুকমার্ট কী অসাধারণ একটা কাজ করছে, ভাবা যায়!
শুরুটা হয়েছিলো মূলত পাঠ্যবই দিয়ে। আর এখন কী নেই! গল্প, কবিতা, উপন্যাস, ধর্মগ্রন্থ সবকিছুই পাবেন। তবে প্রযুক্তির এই ঠাঁসবুনোট সময়ে বইয়ের কাটতি কিছুটা হলেও কমেছে। তাতে কী! বই কী হারিয়ে যাবে আমাদের চেতন থেকে? জাহিদুল ইসলামকে জিজ্ঞেস করুন এই প্রশ্নটি, তার সদা অমায়িক চেহারায় কিছুটা হলেও কঠোরতার ছায়া পড়বে। বই তো তার কাছে শুধুমাত্র কোনো ব্যবসায়িক পণ্য না। এটা তার কাছে একটা ভালোবাসা আর আবেগের নাম। দোকানের প্রতিটি ইঞ্চিতেই তার ছোঁয়া। আপনিও চাইলে ছুঁয়ে যেতে পারেন। বসতে পারেন, বই নেড়েচেড়ে পড়ে দেখতে পারেন একদম পাঠাগারের মতই! ব্যাপারটা আরেকটু বিস্তারিত বলা যাক,
বুক মার্ট দোকানটা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিণত হয় স্টাডিরুমে। জ্বী, আপনি এখানে বসে নিঃসঙ্কোচে বসে বই পড়তে পারেন। কিনতেই হবে এমন কোনো কথা নেই। আবার ধরুন কোনো বই খুঁজছেন, সেটা দোকানে নেই, তাহলে জাহিদুল ইসলাম আপনাকে জানিয়ে দেবেন নিউমার্কেটের কোন দোকানটিতে বইটি পেতে পারেন। প্রফেশনাল জেলাসি বলে কিছু নেই, একটু অদ্ভুত না?
আরো অদ্ভুত কথা শুনবেন? ধরুন আপনি কোনো একটা বইয়ের খোঁজ করে গেছেন, কিন্তু পান নি। এরপর হঠাৎ দুই বছর পর যদি বুকমার্ট থেকে ফোন পান, যে “আপনার বইটি আমাদের কাছে এখন আছে, আপনি নিয়ে যেতে পারেন” অবাক হবেন না কিন্তু! এভাবেই আপনি জড়িয়ে যাবেন এখানকার প্রতি ইঞ্চি আসবাবের সাথে, এভাবেই মনে রাখবেন, এভাবেই গড়ে উঠেছে ৭০ বছরের অবিস্মরণীয় গল্পগাঁথা।
লেখাটা যেহেতু বিজ্ঞানবাক্স ব্লগ থেকে প্রকাশিত হচ্ছে, সেখানে বিজ্ঞানবাক্সের সাথে বুকমার্টের সম্পর্কটা তো বলতেই হয়!
(পড়তে পারেন বিজ্ঞানবাক্স সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর )
বাবার কাছ থেকে ব্যবসা বুঝে নেয়ার পর থেকে জাহিদুল ইসলাম ভাবলেন কীভাবে নিজের মত করে সাজিয়ে নেয়া যায়। চাইলেন শিশুদের জন্যে ভালো হবে এমন কিছু রাখতে। রাখতে শুরু করলেন বাইরের দেশের সায়েন্সকিটগুলো। সেগুলোতে আবার এক্সপেরিমেন্ট কম, সেই তুলনায় দাম বেশি। এদিকে যেগুলোতে এক্সপেরিমেন্ট বেশি সেগুলোর কথা তো বলার অপেক্ষাই রাখে না! তো ২০১৫ সালে চলে এলো বাংলাদেশের প্রথম এবং একমাত্র সায়েন্স কিট বিজ্ঞানবাক্স। শুরু হলো একসাথে পথচলা। বিজ্ঞানবাক্স ছাড়াও শিশুদের বিকাশের জন্যে দেশ বিদেশের নানারকম প্রোডাক্ট রাখতে শুরু করলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো স্পেশাল চাইল্ডদের জন্যে বিশেষ ধরণের শিক্ষামূলক বই এবং খেলনা। ক্রেতারা এসব দেখে তো অবাক! খুব বেশি জায়গায় তো এই জিনিসগুলো পাওয়া যায় না! জাহিদুল ইসলামের বুকমার্টের তাই কোনো মার্কেটিং লাগে না, ক্রেতারাই ছড়িয়ে দেন এই অন্যরকম দোকানটির খবর।
জাহিদুল ইসলামের একমাত্র পুত্রসন্তানের নাম জোহান্স ইসলাম। বরাবরের মত তার কাছেও আমরা জানতে চেয়েছিলাম জোহান্সকে নিয়ে তার স্বপ্ন কী। এইখানে কিন্তু অন্য সব বইয়ের দোকানের স্বত্বাধিকারীর সাথে তার কোনো পার্থক্য নেই! তিনি চান জোহান্স মানুষের মত মানুষ হোক, ঋদ্ধ হোক শুদ্ধতা এবং পবিত্রতায়।
ভাবতেই কেমন একটা প্রশান্তির অনুভূতি হয় না? জয় হোক পরিশূদ্ধ মননের, এগিয়ে যাক বুকমার্ট! বুকমার্টের ঠিকানা- ১৮৫, গভ: নিউ মার্কেট, আজিমপুর, ফোন – 029665498
ঢাকার যত লাইব্রেরি আছে তার সবগুলিতে বিজ্ঞানবাক্স নেই, তবে একদিন নিশ্চয়ই থাকবে! আমাদের নতুন এই সিরিজে আপনাদের স্বাগতম!
আরো পড়তে পারেন- ঢাকার পাঁচটি জাদুঘর যেখানে সন্তানকে নিয়ে ঘুরতে যেতে পারেন
বাংলাদেশের প্রথম এবং একমাত্র সায়েন্স কিট অন্যরকম বিজ্ঞানবাক্স আপনার সন্তানের অবসর সময় সুন্দর করবে, এবং তার মেধা বিকাশে সাহায্য করবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
1,109 total views, 2 views today