বাচ্চাকে কোন সায়েন্স কিট দেব? আমার বাচ্চার বয়সের জন্যে কোন সায়েন্স কিট দিলে ভালো হবে? কি শিখবে এই সায়েন্স কিট দিয়ে? কিভাবে বিকশিত হবে ওর ছেলেবেলা?
এসব নিয়ে আমরা যারা অভিভাবকরা চিন্তিত তাদের উদ্দেশ্যে এই লেখাটি
ছোটদের জন্যে সায়েন্স কিট খুঁজে পাওয়া এবং কোন সায়েন্স কিটটি তার জন্যে সবচেয়ে উপযোগী হবে তা ঠিক করা কিন্তু মোটেও সহজ কাজ নয়। আসুন জেনে নেই বয়স ভিত্তিক এমন কিছু সায়েন্স কিট এর কথা যা ডিজিটাল আসক্তি দূর করতে, সৃজনশীলতার বিকাশ ঘটাতে, সন্তানের সাথে কোয়ালিটি সময় কাটাতে সহায়ক ভূমিকা পালন করবে।
শুধুমাত্র ৩+ বছরের বাচ্চাদের জন্যে
Wow & Wonder Set
খুব ছোটদের জন্যে যদি কোন সায়েন্স কিট নির্বাচন করতে চান তাহলে এই সায়েন্স কিটটি খুবই কার্যকর। এই সায়েন্স কিট টি আপনার সন্তানের একেবারে শুরুর প্রাথমিক বিজ্ঞান সম্পর্কে খেলার ছলে শিখতে অতুলনীয়।
যা যা শিখবেঃ
- বাবল বানাতে ও এর ভেতরের বৈজ্ঞানিক ব্যাখ্যা জানবে
- চুম্বকের দিকদর্শী ধর্ম সম্পর্কে জানবে
- আলো সম্পর্কিত বৈজ্ঞানিক মজার তথ্যগুলো জানতে পারবে
- বিভিন্ন রঙের মিশ্রণ সম্পর্কে ধারণা পাবে
Tangram
যেসব বাচ্চারা ছবি আঁকতে খুব পছন্দ করে তাদের জন্যে ট্যানগ্রাম অতুলনীয় একটি কিট।
ট্যানগ্রাম -এর প্রচলন প্রায় হাজার বছর আগে।
যেসব কারণে এই কিটটি আপনার সন্তানকে দিতে পারেন-
- মাত্র ৭ টি জ্যামিতিক আকৃতি নানাভাবে সাজিয়ে হাজার হাজার শেপের ছবি তৈরি করার খেলা ট্যানগ্রাম।
- নিজে নিজেই জ্যামিতিক আকৃতি তৈরি করার জন্য রয়েছে ৭টি ইভা পেপার।
- নান্দনিক এবং মানবিক গুণাবলী বিকাশে সাহায্য করবে।
- সুন্দর সুন্দর নকশা তৈরির মধ্য দিয়ে দারুণ কিছু স্মৃতিও তৈরি হবে।
শুধুমাত্র ৪-৮ বছরের বাচ্চাদের জন্যে
SMART KIT: Focus Challenge
যেসব বাচ্চারা একটু চঞ্চল প্রকৃতির, মোটেও স্থির থাকতে চায় না এবং ধৈর্য্যের অভাব এটি সেসব বাচ্চাদের জন্যে খুবই উপযোগী একটি কিট।
ফোকাস চ্যালেঞ্জের এক্সপেরিমেন্টটি বাচ্চাদের-
- ব্যস্ত রাখতে এবং ধৈর্য ও মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে।
- চ্যালেঞ্জ নিতে সাহস যোগাবে।
My First Mind Blowing Science
এটি বাচ্চাদের রসায়ন ও বৈজ্ঞানিক নীতিগুলো সম্পর্কে শেখাবে।
যা যা শিখবে-
- কৌতূহলী হতে সহায়তা করবে।
- প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানবে।
- বিজ্ঞানমনস্ক হবে।
- পরিবারের সাথে ইন্টারেকশান বাড়াতে সহায় হবে।
- যুক্তি ও চিন্তাশক্তির বিকাশ ঘটবে।
শুধুমাত্র ৮+ বছরের বাচ্চাদের জন্যে
KABOOM! Explosive Combustion Science Lab Kit
দুষ্টু বাচ্চাদের জন্যে এবং তাদের এই দুষ্টুমীকে শিক্ষায় পরিণত করতে এটি একটি দুর্দান্ত সায়েন্স কিট।
যা যা শিখবে–
- বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলী ও গণিত বিষয়ে হাতে কলমে ২৫ টি মজার এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে জ্ঞানার্জন করবে।
- বিভিন্ন সায়েন্স প্রজেক্ট বানাতে পারবে।
Fun with Measurement
যেসব বাচ্চারা একটু পরখ করে বা বিভিন্ন খুঁটিনাটি ইলেক্ট্রিকাল যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করে তাদের জন্যে মূলত এই সায়েন্স কিটটি।
পড়াশোনায় ভালো করতে এবং মেধা বিকাশে এই কিটের জুড়ি নেই।
যা যা শিখবেঃ
- শব্দ কতটা বাড়ে কমে, আলো কি মাপা যায়? এসবই শিখবে এই কিট দ্বারা।
- ৫০+ সায়েন্টিফিক এক্টিভিটি করতে পারবে।
- নতুন নতুন এক্সপেরিমেন্টের আইডিয়া পাবে যা দিয়ে সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে।
- বিভিন্ন ক্লাসের বিজ্ঞান বইতে এই এক্সপেরিমেন্টগুলো পাবে যা তখন তার মুখস্ত করতে হবেনা।
শুধুমাত্র ১২+ বয়সীদের জন্যে
যেসব বাচ্চারা সায়েন্স পড়ার বিষয়ে আগ্রহী তাদের এবং যারা ঘরে বসেই ল্যাবের মতো পরীক্ষানিরীক্ষা করতে চায় তাদের জন্যে নিচের দুটি সায়েন্স কিট খুবই গুরুত্ব বহন করবে।
রসায়ন রহস্য
এর মধ্যে ২০ টি এক্সপেরিমেন্ট করার যাবতীয় উপকরণসমূহ রয়েছে। এক্সপেরিমেন্টগুলো করার মধ্য দিয়ে মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসতে পারবে।
যা যা শিখবে-
- রাসায়নিক বিক্রিয়া
- মিশ্রণ ও দ্রবণ বন্ধন
- প্লবতা
- তড়িৎ রাসায়নিক কোষ ইত্যাদি।
এক্সপেরিমেন্টগুলির সাথে কি পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয়ে মিল আছে?
প্রতিটি এক্সপেরিমেন্টই ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের কোন না কোন অধ্যায়ের সূত্র অনুসারে তৈরি করা। তাই যে বয়সেই আপনি সন্তানকে আলোর ঝলক বিজ্ঞান বাক্সটি দেন না কেন ওর দারুণ ভাবে কাজে আসবে এবং এক ধাপ এগিয়ে থাকবে।
- ৩ টি এক্সপেরিমেন্ট ৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই সংশ্লিষ্ট
- ২ টি এক্সপেরিমেন্ট ৭ম শ্রেণীর বিজ্ঞান বই সংশ্লিষ্ট
- ৪ টি এক্সপেরিমেন্ট ৮ম শ্রেণীর বিজ্ঞান বই সংশ্লিষ্ট
- ১১ টি এক্সপেরিমেন্ট ৯ম ও ১০ম শ্রেণীর বিজ্ঞান বই সংশ্লিষ্ট
Magic of Magnet
চুম্বক সম্পর্কিত ২৬ টি এক্সপেরিমেন্ট যা করতে গিয়ে আপনার সন্তানের মধ্যে প্রশ্নের উদ্রেক তৈরি হবেই। চুম্বকের ডোমেইন, তড়িচ্চুম্বক তত্ত্ব, আকর্ষণ, বিকর্ষণ এই কঠিন তত্ত্বগুলো যে আসলে খুব মজার বিষয় এ কথাটি যখন একজন শিক্ষার্থী জানতে পারবে তখন তার নিশ্চয়ই আনন্দের সীমা থাকবে না!
চুম্বক সম্পর্কিত যে বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেঃ
- চুম্বকের আকর্ষণ এবং বিকর্ষণ
- চৌম্বক বলরেখা
- ডোমেইন তত্ত্ব
- চৌম্বক ও অচৌম্বক পদার্থ ইত্যাদি।
এক্সপেরিমেন্টগুলি যে সকল শ্রেণীর পাঠ্যবইয়ের সাথে সম্পৃক্তঃ
- ১টি এক্সপেরিমেন্ট – ৪র্থ শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
- ৪টিএক্সপেরিমেন্ট – ৫ম শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
- ৯টি এক্সপেরিমেন্ট –৭ম শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
- ১২টি এক্সপেরিমেন্ট- ৯ম এবং ১০ম শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
বাংলাদেশের প্রথম এবং একমাত্র সায়েন্স কিট অন্যরকম বিজ্ঞানবাক্স আপনার সন্তানের অবসর সময় সুন্দর করবে, এবং তার মেধা বিকাশে সাহায্য করবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
1,662 total views, 2 views today