Show Categories

আপনি কি একজন সচেতন অভিভাবক? তাহলে এই পোস্টটি আপনার জন্যেই

Bigganbaksho Child development post

শিশুদের নিয়ে গবেষণা এবং পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা এমন কিছু তথ্য আবিষ্কার করেছেন এবং তত্ত্ব দিয়েছেন, যা একজন সচেতন অভিভাবক হিসেবে আপনার অবশ্যই জেনে রাখা উচিত। এমন কিছু ফ্যাক্ট এখানে বর্ণিত হলো-

১। শিশুদের মস্তিষ্কের কার্যধারা অনেকটা লণ্ঠনের মত। তারা অনেক কিছুর ওপরেই দৃষ্টিপাত করে, কিন্তু কোনটাই স্পষ্টভাবে না। অপরদিকে প্রাপ্তবয়স্কদের মস্তিষ্ক ফ্ল্যাশলাইটের মত। তারা কোন একটি দিকে পূর্ণ মনোযোগ দিতে পারে, তবে তাদের চিন্তার শেকলে অন্য সহায়ক ভাবনা গুলো জোড়া লেগে থাকে না। বিজ্ঞানীরা বলেছেন, কোন কিছু মনে রাখার জন্যে শিশুদের মত করে ভাবার প্রয়োজনীয়তা আছে।

২। প্রাপ্তবয়স্করা সাধারণত শিশুদের ৫০ থেকে ৬০ শতাংশ কথা বা আচরণের প্রতিক্রিয়া দেয়। শিশুর ভাষাচর্চা তরান্বিত করতে এই অংকটি ৮০% হওয়া জরূরী।

৩। কথা বলার ক্ষেত্রে শিশুদের ৪টি স্তর পার হয়ে আসতে হয়।

  • আধো আধো বুল।
  • একটি শব্দ।
  • দুইটি শব্দ।
  • অনেক গুলি শব্দ।

৪।  বেড়ে ওঠার ক্ষেত্রেও শিশুদের ৪টি স্তর থাকে। যথা,

  • অঙ্গ চালনা শেখা
  • ভাবনা চিন্তা করতে এবং কোন সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করা।
  • সামাজিক এবং আবেগী দক্ষতা অর্জন করা। এ পর্যায়ে তারা বাইরের মানুষদের সাথে কথা বলা এবং আচরণ শেখে।
  • মৌখিক ভাষা ছাড়াও শরীরের অন্যান্য অঙ্গের মাধ্যমে ভাব প্রকাশ শেখে।

৫। শারীরিক শাস্তির সাথে আইকিউ এর সংশ্লিষ্টতা রয়েছে। নিয়মিত প্রহার করলে তাদের বুদ্ধিবৃত্তি আশঙ্কাজনক ভাবে কমে যেতে পারে।

৬। দিনে ৩ ঘন্টার বেশি টিভি দেখলে বা কম্পিউটারে গেম খেললে শিশুদের বিভিন্ন রকম মানসিক সমস্যা দেখা দিতে পারে। সম্পর্কগত জটিলতা থেকে নিজেকে প্রকাশের বিফলতা, এমন নানা রকম সমস্যায় আক্রান্ত হতে পারে।

৭। গর্ভাবস্থায় মায়ের বিষণ্ণতা, স্বল্পাহার ইত্যাদি শিশুর শারীরিক এবং মানসিক বৃদ্ধিতে বাধা দেয়।

৮। ৮-৯ বছর বয়সেই সাধারণত শিশুরা তাদের প্রাইভেসির ব্যাপারে সচেতন হয়ে ওঠে।

৯। কোলে নেয়া বা আদর করার কারণে শিশুর শরীর থেকে এক প্রকার হরমোন নিঃসরণ করে, যা তার বেড়ে ওঠার জন্যে অত্যন্ত জরুরী।

১০। এক বছরের মাথায় মস্তিষ্ক প্রাপ্তবয়ষ্কদের আকারের ৭০% অর্জন করে। দুই বছরের মাথায় এটি ৮০% এ পরিণত হয়।

বাংলাদেশের প্রথম এবং একমাত্র সায়েন্স কিট অন্যরকম বিজ্ঞানবাক্স আপনার সন্তানের অবসর সময় সুন্দর করবে, এবং তার মেধা বিকাশে সাহায্য করবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

সূত্র- facts.randomhistory.com

 567 total views,  1 views today

What People Are Saying

Facebook Comment