Show Categories

৭টি মজাদার সায়েন্স জোকস পড়ুন, বুদ্ধিতে শান দিন!

বিজ্ঞানের চেয়ে মজার বিষয় আর কী আছে পৃথিবীতে! শুধুমাত্র গবেষণা, পরীক্ষণ আর পাঠ্যবইয়ে কেন সীমাবদ্ধ থাকবে বিজ্ঞান চর্চা? বিজ্ঞান রয়েছে কৌতুকেও। এমন কিছু দারুণ বিজ্ঞান কৌতুক সংযুক্ত হল এই ব্লগে, যা আপনাকে হাসাবে, ভাবাবে এবং শিখতে উদ্বুদ্ধ করবে।

(১)

হিলিয়াম গেলো কেএফসিতে চিকেন ফ্রাই খেতে। তাকে দেখে একজন বললো, “আমরা নিষ্ক্রিয় গ্যাসদের সার্ভ করি না”।

হিলিয়াম তা শুনে কোন ‘React’ করলো না।

(২)

আমি এ্যান্টি গ্রাভিটির ওপর একটি বই পড়ছিলাম। বাজে বই। ভালো লাগছে না পড়তে।

কিন্তু বইটা রেখে দিতে পারছি না!

(৩) একজন পদার্থবিজ্ঞানী, একজন ইঞ্জিনিয়ার, এবং একজন পরিসংখ্যানবিদ শিকার করতে বেড়িয়েছে। দূরে একটি হরিণ দেখতে পেলেন তারা। পদার্থবিজ্ঞানী নানারকম হিসাব-নিকাশ করে একটি নির্দিষ্ট এ্যাঙ্গেলে রাইফেল তাক করে গুলি ছুড়লেন। তা পড়লো হরিণটির ৫ ফুট আগে।

এবার ইঞ্জিনিয়ার বললেন, “হুম। বুঝতে পেরেছি ব্যাপারটা। “ সে বাতাসের “Resistance”  এর জন্যে একটি “Fudge factor” হিসেব করলো। তারপর গুলি ছুড়লো। গুলিটি পড়লো হরিণের ৫ ফুট দূরে।

আর তা দেখে পরিসংখ্যানবিদ আনন্দে হাত তালি দিয়ে উঠলো, “ইয়েস, আমরা পেয়ে গেছি!”

(৪) আমি সম্প্রতি প্যালিনড্রম এর ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি। এখন থেকে আমার নাম “রমাকান্তকামার”

(৫) দুটি পরমাণু পাশাপাশি হেঁটে যাচ্ছিলো। একজন বললো,

-আমি মনে হয় একটি ইলেকট্রন নির্গত করেছি।

অপরজন,

-তুমি নিশ্চিত?

-হ্যাঁ, I am positive!

(৬)

অক্সিজেন এবং পটাসিয়াম সিনেমা দেখতে গেলো। কেমন কাটলো সময়?

-OK

(৭)

নিউটন, প্যাসকেল এবং আইনস্টাইনের মধ্যে স্বর্গে দেখা হলো। তারা ঠিক করলো লুকোচুরি খেলবে। আইনস্টাইন হলো ‘চোর’। প্যাসকেল লুকোতে গেল। কিন্তু নিউটন ঠাঁয় বসে থাকলো। বসে বসে তার চারিদিকে ১ বর্গমিটারের একটি বর্গক্ষেত্রে আঁকলো। আইনস্টাইন চোখ খুলে তো মহা খুশি! “এই যে নিউটন, তোমাকে পেয়ে গেছি!”। জবাবে নিউটন বললো, “এই মুহূর্তে আমি নিউটন না। প্যাসকেল”।

আরো পড়তে পারেন- বাচ্চাদের জন্যে শিক্ষামূলক ৭টি মোবাইল এ্যাপ

বাংলাদেশের প্রথম এবং একমাত্র সায়েন্স কিট অন্যরকম বিজ্ঞানবাক্স আপনার সন্তানের অবসর সময় সুন্দর করবে, এবং তার মেধা বিকাশে সাহায্য করবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 1,927 total views,  2 views today

What People Are Saying

Facebook Comment