Show Categories

বিভিন্ন দেশের সায়েন্স কিট- দ্বিতীয় পর্ব

১ম পর্ব

বাচ্চাকে কোন সায়েন্স কিট দেব? আমার বাচ্চার বয়সের জন্যে কোন সায়েন্স কিট দিলে ভালো হবে? কী শিখবে এই সায়েন্স কিট দিয়ে? কীভাবে বিকশিত হবে ওর ছেলেবেলা?

এসব নিয়ে আমরা যারা অভিভাবকরা চিন্তিত তাদের উদ্দেশ্যে এই লেখাটি।

ছোটদের জন্যে সায়েন্স কিট খুঁজে পাওয়া এবং কোন সায়েন্স কিটটি তার জন্যে সবচেয়ে উপযোগী হবে তা ঠিক করা কিন্তু মোটেও সহজ কাজ নয়।  আসুন জেনে নেই বয়স ভিত্তিক এমন কিছু সায়েন্স কিট এর কথা যা ডিজিটাল আসক্তি দূর করতে, সৃজনশীলতার বিকাশ ঘটাতে, সন্তানের সাথে কোয়ালিটি সময় কাটাতে সহায়ক ভূমিকা পালন করবে।

শুধুমাত্র ৮-১৪ বয়সীদের জন্যে প্রযোজ্য

Yellow Scope chemistry set

এই কিটটি সাধারণত মেয়েদের কাছে বেশ জনপ্রিয়।  যারা এই কিটটি তৈরি করেছেন তাদের এক জরিপে দেখা গেছে এই কিটের এক্সপেরিমেন্টগুলি মেয়েদের মধ্যে বেশি আগ্রহের সৃষ্টি করেছে।

যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবেঃ

  • রঙের প্রতিক্রিয়া সম্পর্কিত ১৯+ এক্সপেরিমেন্ট করতে পারবে
  • বাস্তব ল্যাবের এক্সপেরিমেন্টের আনন্দ পাবে
  • ৩ টি বিকার, একটি উচ্চ তাপমাত্রার থার্মোমিটার, একটি ডিজিটাল মিটার, কালার সেফটি গগলস ইত্যাদি উপকরণ ব্যবহারের মধ্য দিয়ে এগুলোর কাজ সম্পর্কে জানতে পারবে এবং বৈচিত্রময় অনুভূতি পাবে।
  • এই কিটের মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলী এবং গণিতের প্রতি আগ্রহী হবে।

বিস্তারিতঃ

Giant Pixel

একটা ছোট্ট বাচ্চাকে যদি বলি, হলুদ রংয়ের কোন বস্তুর মধ্যে আসলে একসাথে দুটো রং আছে! সে অনেক অবাক হবে না? হয়তো বিশ্বাসই করতে চাইবে না! কিন্তু তাকে যদি রংয়ের ভেতরে বিজ্ঞান বুঝিয়ে দেয়া যায়, হলুদ রঙ যে লাল ও সবুজ রংয়ের সমষ্টি তা বুঝিয়ে দেয়া যায়, তাহলে সে বিজ্ঞানের মজার পৃথিবী সম্পর্কে আরো বেশি কৌতূহলী হবে।

পৃথিবীতে হাজার হাজার রং, এই রঙিন দুনিয়ায় রংয়ের কোন অভাব নেই।  কিন্তু মাত্র তিনটি মৌলিক রং (লাল, নীল ও সবুজ) ব্যবহার করেই পৃথিবীর সকল রং তৈরি করে ফেলা যায়! আমরা চাই, আমাদের সন্তানেরা রংয়ের এই রহস্য সম্পর্কে জানুক। তারা জানুক কোন কোন রং মেলালে কমলা রং, কোন রংয়ের সাথে কোন রং দিলে পাওয়া যায় বেগুনি রং।

রঙের এই ধারণা নিয়েই জায়ান্ট পিক্সেল কিট টি তৈরি করা হয়েছে

যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবেঃ

  • জায়ান্ট পিক্সেলের এক্সপেরিমেন্টের মাধ্যমে শিশুরা মৌলিক রং এর ধারণা পাবে।
  • বিভিন্ন রং একসাথে মিশিয়ে নতুন রং তৈরি করা শিখবে।
  • এটির ব্যবহারের মধ্য দিয়ে সৃজনশীলতা বাড়ার পাশাপাশি কল্পনার বিকাশ ঘটবে।

অর্ডার করুন এখান থেকে। 

 

শুধুমাত্র ৭-১৬ বয়সীদের জন্যে প্রযোজ্য

Amazing Electricity

মিতিন যেদিন নিজে নিজে ছোট্ট একটা ফ্যান বানিয়ে তার মাকে বাতাস দিলো, তখন সে যে আনন্দটা পেয়েছিলো, তা হয়তো বা আলেকজান্ডার গ্রাহামবেলের টেলিফোন আবিষ্কারের মুহূর্তটার চেয়ে কম   ছিলো না! কারণ মিতিনের বয়স তখন মাত্র ৫! নিজে নিজে কানেকশন দিয়ে একটি ফ্যান বানানো ওর কাছে অনেক বড় ব্যাপার!

বাজার দিয়ে শব্দ সংকেত বানিয়ে আপনাকে শোনাবে, কেমন লাগবে আপনার বলুন তো? আপনাকে যখন গম্ভীর মুখে সিরিজ আর প্যারালাল কানেকশনের পার্থক্য বোঝাবে, মনটা আনন্দে ভরে উঠবে না?

ইলেকট্রিসিটি-এর এসব প্রাথমিক ধারণা নিয়েই Amazing Electricity সায়েন্স কিট টি তৈরি।

তড়িৎ তান্ডব নামে বাংলা ভার্সনও রয়েছে।

 

যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবেঃ

  • তড়িৎসম্পর্কিত ২০টি সায়েন্স এক্সপেরিমেন্ট করতে পারবে।
  • খেলার ছলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ, সরল বর্তনী, পরিবাহিতা, রোধ, ওহমের সূত্র, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ইত্যাদি শক্ত শক্ত বিষয়গুলো খুব সহজেই শিখতে পারবে।

এক্সপেরিমেন্টগুলি যেসকল শ্রেণীর পাঠ্যবইয়ের সাথে মিল রয়েছেঃ

  • ১ টি এক্সপেরিমেন্ট – ৪র্থ শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
  • ১টি এক্সপেরিমেন্ট – ৫ম শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
  • ৮টি এক্সপেরিমেন্ট –৭ম শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
  • ৫টি এক্সপেরিমেন্ট– ৮ম শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট

অর্ডার করুন এখান থেকে। 

Electronic Snap Circuit Classic

চিন্তাশীল ছোট ছেলেমেয়েদের জন্যে এই কিটটি বেশ জনপ্রিয়।  এই কিট দ্বারা ছেলেমেয়েরা সার্কিট সম্পর্কে মজার মজার এক্সপেরিমেন্ট করতে পারবে এবং রেডিও বানাতে পারবে।

যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবেঃ

  • কালারফুল ম্যানুয়াল দ্বারা সকল নির্দেশনা পাবে।
  • হাতে কলমে ইলেক্ট্রনিকস সম্পর্কে জ্ঞানার্জন করবে।
  • Lie Detector ও AM Radio সম্পর্কে বিস্তৃত জ্ঞানলাভ করবে।

বিস্তারিতঃ

শুধুমাত্র ৬-১২ বয়সীদের জন্যে প্রযোজ্য

Light 

ডেভেলপার পেনি নরম্যান বাচ্চাদের আলো সম্পর্কিত বৈজ্ঞানিক ব্যাখ্যা খেলার ছলে বোঝানোর জন্যে এই সায়েন্স কিট টি তৈরি করেন। যেখানে বাচ্চারা আলোর এক্সপেরিমেন্ট করার পাশাপাশি বিভিন্ন সায়েন্স প্রজেক্ট তৈরি করে সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে। নতুন নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে বিকশিত হবে তাদের চিন্তার জগত।

৪০ পেজের একটি ম্যানুয়াল বই সাথে ২৫টি এক্টিভিটি করার সকল উপকরণ দেয়া আছে বক্সটিতে।

যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবেঃ

  • আলোর মৌলিক বিষয়গুলো যেমন- লেন্স, প্রতিফলন, প্রতিসরণ, অণুবীক্ষণ, টেলিস্কোপ, ক্যামেরা সম্পর্কে জানতে পারবে।
  • মহাবিশ্বে আলোর গতিসীমা সম্পর্কে জানতে পারবে।
  • মাইক্রোস্কোপ ও টেলিস্কোপ কিভাবে বানানো যায় তা শিখতে পারবে ইত্যাদি।

বিস্তারিতঃ

https://sciencewiz.com/product/light/

 

Color of Light বা আলোর ঝলক

 

সোহম পড়ে ক্লাশ ওয়ানে।  অথচ এখনই সে  আলোর প্রতিফলনের সূত্র ভালোভাবে বুঝে গেছে Color of Light বা আলোর ঝলক সায়েন্স কিট থেকে পেরিস্কোপের এক্সপেরিমেন্ট করে। তার ভাবনার জগৎটা কতখানি সমৃদ্ধ হলো ভেবে দেখেছেন?

আমরা চাই শিশুদের ভাবনার জগত রঙিন ও সমৃদ্ধ হোক। আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণের মত কঠিন কঠিন তত্ত্বগুলো যে আসলে খুব মজার বিষয় এ কথাটি যখন একটি শিশু জানতে পারবে তার নিশ্চয়ই আনন্দের সীমা থাকবে না!

ক্লাস ওয়ানে পড়া একটা বাচ্চা নিউটনের বর্ণ চাকতির এক্সপেরিমেন্ট করে খুব সহজেই জেনে গেছে মৌলিক রং কাকে বলে, কীভাবে এক রঙের সাথে আরেক রঙ মিশিয়ে নতুন রং তৈরি করা যায়। এভাবেই বিজ্ঞান শিক্ষা সহজ আর আনন্দময় করে তোলার লক্ষ্যে এই সায়েন্স কিট টি বানানো হয়েছে!

ইংলিশ –বাংলা দুটি ভার্সনেই রয়েছে যেটি Color of Light আলোর ঝলক নামে পরিচিত।

সায়েন্স কিট টির মধ্যে আছে ২৫ টি এক্সপেরিমেন্ট করার প্রয়োজনীয় সকল উপকরণ, ম্যানুয়াল বই, ম্যানুয়াল সিডি।

  

যা যা শিখবেঃ

আলো সম্পর্কিত যে বিষয়গুলো ভালভাবে বুঝতে পারবেঃ

  • আলোর প্রতিফলন
  • আলোর প্রতিসরণ
  • আলোর বিচ্ছূরণ
  • নিউটনের বর্ণ চাকতি
  • মৌলিক রং
  • পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
  • দর্শনাভূতির স্থায়িত্বকাল
  • আলোক সংবেদিতা
  • আলো শোষণ

অর্ডার করুন এখান থেকে 

বাংলাদেশের প্রথম এবং একমাত্র সায়েন্স কিট অন্যরকম বিজ্ঞানবাক্স আপনার সন্তানের অবসর সময় সুন্দর করবে, এবং তার মেধা বিকাশে সাহায্য করবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 

 

 

 

 

 1,443 total views,  2 views today

What People Are Saying

Facebook Comment