Show Categories

বিজ্ঞান নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা ও লোককথা

জন্মের পর থেকেই আমরা বড়দের মুখে নানান লোককথা বা মিথ শুনে বড় হই। এসব লোককথার মাঝে কিছু ভুল বা অসত্য লোককথা বা প্রচলিত ধারণা থেকে থাকে। এমন কিছু অসত্য বা আংশিক সত্য কিছু লোককথা এখানে তুলে ধরা হল।

১.সূর্যমুখী ফুল সবসময় সূর্যের দিকে মুখ ঘুরিয়ে থাকে

প্রচলিত ধারণা মতে, সূর্যমুখী ফুল সবসময় সূর্যের দিকে মুখ ঘুরিয়ে থাকে।  অর্থাৎ সূর্য যখন যেদিকে থাকে ফুলের মুখও সেদিকে থাকে। তবে আসল ঘটনা হল, ফুটন্ত সূর্যমুখী ফুল শুধু একদিকেই মুখ করে রাখে।  সূর্যমুখী ফুল ফুটবার আগে বা ফুটবার সময় হেলিওট্রপিজমের সাহায্যে সূর্যকে একবার অনুসরণ করে, তারপর সব সময়ে সেদিকেই মুখ করে রাখে। সূর্যের অবস্থান পরিবর্তনের সাথে সাথে ফুল তার মুখের দিক পরিবর্তন করে না।

২.হলুদ সূর্যালোক

মূলত সূর্য এবং সূর্যলোকের রঙ সাদা। মহাকাশ থেকে সূর্যকে হলুদ নয়, বরং সাদাই দেখা যায়। কিন্তু সূর্যের আলো যখন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভেদ করে পৃথিবীতে আসে তখন তা রঙ বদলে হলুদ, কমলা বা ম্যাজেন্টা রঙ ধারণ করে।

৩.জ্বলন্ত উল্কাপিণ্ড

উল্কার কথা ভাবলেই আমাদের মনে দ্রত বেগে ছুটে আসা একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডের ছবি ভেসে আসে। কিন্তু পৃথিবীর কাছাকাছি আসার আগেই উল্কাপিণ্ডগুলো ঠাণ্ডা হয়ে যায়। এমনকি কোন কোন উল্কাপিণ্ড তুষারাবৃত হয়ে পৃথিবীতে আঘাত করে।  বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় তাদের তাপমাত্রা হিমাংকের চাইতেও কম থাকে।

৪.চীনের প্রাচীর

বলা হয় যে, মানুষের তৈরি জিনিষের মধ্যে একমাত্র চীনের প্রাচীরই চাঁদ বা মহাকাশ থেকে খালি চোখে দেখা যায়। এই প্রচলিত ধারণাটি একটি ভুল ধারণা। মহাকাশ থেকে শুধু রাতের বেলা ঝিকমিক করতে থাকা বিভিন্ন শহরের আলো দেখা যায়।

৫.কলা গাছে ধরে

যদিও কলা গাছকে আমরা গাছ হিসেবেই বিবেচনা করি, কিন্তু এটি কোন গাছ না। কারণ এটা থেকে কোন কাঠ উৎপাদন হয় না। কলাগাছ মূলত এক ধরণের লতাপাতা জাতীয় উদ্ভিদ। বলতে গেলে, অনেক বড় লতানো উদ্ভিদ।

৬.গিরগিটির ছদ্মবেশ

গিরগিটি রঙ পরিবর্তন করে ছদ্মবেশ ধারণ করে না। তারা শিকারের উদ্দেশ্যে রঙ পরিবর্তন করে না। বরং তারা নিজের মধ্যে যোগাযোগ রক্ষার্থে এবং শরীরের তাপমাত্রা ঠিক রাখতে রঙ পরিবর্তন করে থাকে।

৭.পানিতে লবন দিলে পানি ফুটতে কম সময় লাগে

অনেকেই মনে করে পানিতে সামান্য লবন দিয়ে ফুটালে পানি দ্রুত ফুটতে শুরু করে। কিন্তু আসলে এর বিপরীতটি ঘটে। পানিতে লবন দিলে যেই দ্রবণ তৈরি হয় সেটির স্ফুটনাংক পানির স্ফুটনাংকের চাইতে বেশি তাই পানি ফুটতে দেরি হয়!

৮.এক জায়গায় দুইবার বাজ পড়ে না।

এক জায়গায় দুইবার বাজ পড়ে না, এটি একটি বহুলপ্রচলিত কুসংস্কার। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিঙে প্রতি বছর গড়ে ১০০ বার বাজ পড়ে।

৯.সূর্যের সাথে পৃথিবীর দূরত্ব বিভন্ন ঋতু নির্ধারণ করে।

বেশিরভাগ মানুষ মনে করে পৃথিবীর সাথে সূর্যের দূরত্বয়ের ভিন্নতা অনুসারে ঋতু পরিবর্তন হয়। যখন পৃথিবী সূর্যের কাছাকাছি থাকে তখন গ্রীষ্ম কাল আর যখন দূরে থাকে তখন শীতকাকল আসে।  তবে এটি আসলে ঠিক নয়। পৃথিবীতে ঋতুর পরিবর্তন ঘটে পৃথিবীর অক্ষীয় ঢালের কারণে।

১০.মেঘ তুলার মত হালকা

দেখতে খুব হালকা মনে হলেও, পানি দিয়ে তৈরি মেঘ আসলে হালকা কোন বস্তু না।  একটা গড়পড়তা মেঘের ওজন প্রায় সাড়ে চার লক্ষ কেজি। আবার একটা ঝড়োমেঘের ওজন নব্বই কোটি কিলোগ্রামের ও বেশি।

বাংলাদেশের প্রথম এবং একমাত্র সায়েন্স কিট অন্যরকম বিজ্ঞানবাক্স আপনার সন্তানের অবসর সময় সুন্দর করবে, এবং তার মেধা বিকাশে সাহায্য করবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 1,968 total views,  1 views today

What People Are Saying

Facebook Comment