রকমারি ডট কম -এ বই দেখছিল টুকটুকির মা। টুকটুকি এসে বায়না ধরল মায়ের কাছে। একটা গল্প শোনাতে হবে। কিছুক্ষণ ভেবে মা গল্প শুরু করেন-
‘এক যে ছিল রাজা। রানী আর রাজপুত্র নিয়ে ছিল তার পরিবার। রাজ্যের সবাই সুখে শান্তিতে বসবাস করতো। কোথাও কোন অভাব ছিল না’ এর মাঝেই টুকটুকি বলে উঠলো ‘কোন অভাব ছিল না? রাজা নিশ্চই খুব ভালো ছিল তাইনা, মা?’
মা জবাব দিলেন, হ্যাঁ, ভালোই তো ছিল ‘তিনিতো মুঘল আমলে ঢাকার রাজা ছিলেন। নাম তাঁর শায়েস্তা খাঁ। ঢাকায় তখন তিনি মসজিদ, দপ্তরসহ কত কিছু বানিয়েছিলেন। সে সময় ব্যবসা বাণিজ্যেও রাজ্য ছিল এগিয়ে। জানিসতো তখন শস্যের দাম খুব কম ছিল। টাকায় আট মণ চাল পাওয়া যেত’
এবার টুকটুকি গোল গোল চোখ করে বলল ‘তাই নাকি? বাহ শায়েস্তা আঙ্কেলতো খুব ভালো ছিল। আচ্ছা, সে সময় আর কী পাওয়া যেত?’ মা হেসে বললেন, ‘সে সময় টাকায় ২০ টি মুরগী পাওয়া যেত, একটি গরু পাওয়া যেত মাত্র ৩ টাকায়! আরো কত কী!’
‘আচ্ছা মা সে সময় বইমেলা হত? বইও নিশ্চয়ই এমন কম দামে পাওয়া যেত, তাই না?’ টুকটুকি বলে।
‘হুম। হবে হয়তো। রাজ্যে সবাই বই পড়তো নিশ্চয়ই। হয়েছে এবার। অনেক গল্প শুনেছো। এবার ঘুমিয়ে পড়ো। সকালে সকাল উঠতে হবে।’ এই বলে মা টুকটুকিকে শুইয়ে লাইট অফ করে নিজের ঘরে চলে গেলেন।
এদিকে টুকটুকি বিছানায় কতক্ষণ এপাশ ওপাশ করে আর ভাবে মুঘল আমলে সে থাকলে কত মজাই না হত!
এসব ভাবতে ভাবতে হঠাৎ সে নিজেকে অদ্ভুত এক রাজ্যে আবিষ্কার করে। সাদা রং এর রাজ্য জুড়ে ছোট ছোট ঘর। প্রতিটি ঘরে শুধু বই আর বই। কত রং এর বই সেখানে। কত রকম ছবি। টুকটুকি প্রতিটা বইয়ের পাশ কাটিয়ে হেঁটে যাচ্ছে আর অবাক হয়ে দেখছে। কতদূর সামনে এসে হঠাৎ তার চোখ পড়লো বড় হলুদ রং এর এক ছবির দিকে। যেখানে একজন লোক রাজার বেশে বেশ ভাব গাম্ভীর্য নিয়ে বসে আছে। পাশে লেখা শায়েস্তা খাঁ’র আমল। এবার টুকটুকি সংবিৎ ফিরে পেল।
আরে এই তো সেই শায়েস্তা আঙ্কেল। আজ আঙ্কেলের সাথে দেখা করতেই হবে। উনি নিশ্চয়ই এই বইরাজ্যে বেড়াতে এসেছেন। টুকটুকি ডাকা শুরু করল ‘শায়েস্তা আঙ্কেল। ও শায়েস্তা আঙ্কেল। কোথায় গেলে?’
আজকাল অনেকটাই আধুনিক হয়ে উঠেছেন শায়েস্তা খাঁ। তবুও হঠাৎ এই আঙ্কেল ডাক শুনে কেমন অপ্রস্তুত হয়ে গেলেন। তিনি আস্তে আস্তে এসে জিজ্ঞেস করলেন ‘কে তুমি খুকি? আমায় স্মরণ করছো যে?’
‘তুমিই তো সেই শায়েস্তা আঙ্কেল তাই না? যার শাসন আমলে টাকায় আট মণ চাল পাওয়া যেত?’ – টুকটুকি বলে।
‘হ্যাঁ, খুকি। আমিই সেই। কিন্তু তুমি কে? নাম কি তোমার?’
‘আমায় তুমি চিনবে না। আমার নাম টুকটুকি। আচ্ছা এই বইরাজ্যে তোমার এত্ত বড় বড় ছবি টানিয়ে রাখা কেন? এখানে কি তুমি বেড়াতে এসেছো? এখানেও এখন সেই মুঘল আমল চলছে নাকি?
শায়েস্তা খাঁ হেসে বললেন, ‘হ্যাঁ তো, এই বইরাজ্যের নাম রকমারি ডট কম। বছরের একটা সময়ে আমি এখানে বেড়াতে আসি শুধুমাত্র প্রিয় পাঠকদের জন্যে। এখনতো আর সেই টাকায় আট মণ চালের যুগ নেই। তবুও চেষ্টা করেছি আমার সময়ের মত আমেজ দেবার। তাই এখানকার বইগুলো খুব অল্প দামে দিচ্ছি। তুমি কিনবে?’
‘সত্যি! এই না হলে শায়েস্তা আঙ্কেল! আচ্ছা এই রাজ্যে আমার মত ছোট বাচ্চাদের বই আছে? সায়েন্স ফিকশন আছে? আমার অনেক অনেক বই চাই।
‘থাকার কথা। বুঝলে আমিতো আর অতশত জানিনা। তবে তোমাদের মত বাচ্চাদের বই দিয়ে অনেকগুলো ঘর বইয়ে ভর্তি একেবারে। আর ঐ যে সাদা গোঁফের বুড়োমতো লোকটা কি সব অদ্ভুত অদ্ভুত বিজ্ঞানের কথা লেখে, তাঁর বইও আছে। শুনেছি বাচ্চারা খুব পছন্দ করে তাঁকে। বইগুলোর নাম যেন কী? দাঁড়াও একটু দেখে নেই’ এই বলে শায়েস্তা খাঁ হাতের কাগজটা দেখে নিয়ে বললেন ‘হ্যাঁ মনে পড়েছে – ত্রাতিনা, সাইক্লোন, তবুও টুনটুনি তবুও ছোটাচ্চু, বিগ ব্যাং থেকে হোমো স্যাপিয়েন্স, বড় হবে ঝিলমিল, আরো কতগুলো। ইশ! কি দাঁতভাঙা নাম রে বাবা! এ বয়সে এসব বলতে পারি নাকি আমি?’
‘হয়েছে হয়েছে তোমাকে আর বলতে হবে না। আমি বুঝেছি। দাও তো তোমার হাতের লিস্টটা দাও তো। এই বইগুলোই বুঝি বাচ্চারা বেশি পছন্দ করে? এই লিস্টের বইগুলোই কিনে ফেলবো তাহলে’ এই বলে টুকটুকি তাঁর হাত থেকে কাগজটি নিয়ে নিল। কাগজ দেখে তার চোখ চকচক করে উঠলো। কত কত বইয়ের নাম এখানে। গোয়েন্দা, রহস্য, রম্য, অংক, গল্প, ছড়া, সায়েন্স ফিকশন কী নেই সেখানে!
‘টুকটুকি… এই টুকটুকি… কীরে ওঠ… ওঠ বলছি’ ঘুমকাতুরে চোখে তাকালো টুকটুকি। সকাল হয়ে গেছে। মা ডাকছে।
‘আরে তোর জন্য একটা ভালো খবর আছে। বলছিলি না কাল বইয়ের কথা? এই দেখ রকমারি ডট কম এ চলছে ‘শায়েস্তা খাঁ’র আমল!’ বইমেলার নতুন ও অলটাইম বেস্ট সেলার বইয়ে দিচ্ছে ২৬ থেকে ৭১% পর্যন্ত ছাড়! কালই চোখে পড়েছিল। শুনলে তুই না ঘুমিয়ে বসে থাকতি, তাই কাল জানাইনি। শোন, এবার ইচ্ছেমত বই কিনে নে। পরে বললে কিন্তু আর চলবে না।’
টুকটুকি অদ্ভুত চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। কিছুই বুঝে উঠতে পারছে না সে। সত্যিই রকমারি ডট কম এমন ছাড় দিয়েছে?! রাতের স্বপ্নটা মনে পড়তেই তার চোখ আরও বড় বড় হয়ে গেল। এটা যদি সত্যিই হয়ে থাকে, তবে রকমারি ডট কম -কে অবশ্যই ধন্যবাদ দিতে হবে!
বাংলাদেশের প্রথম এবং একমাত্র সায়েন্স কিট অন্যরকম বিজ্ঞানবাক্স আপনার সন্তানের অবসর সময় সুন্দর করবে, এবং তার মেধা বিকাশে সাহায্য করবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
1,582 total views, 1 views today