Show Categories

বাণিজ্য মেলায় যাবার আগে যে বিষয়গুলো আপনার অবশ্যই জেনে রাখা উচিত

বানিজ্য মেলা

শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা । প্রতিদিন অনেক মানুষ যাচ্ছেন, ঘুরছেন, নিজের পছন্দের জিনিস কিনছেন! কেনাকাটা ও ঘুরা ছাড়াও নিজের নিরাপত্তার জন্য ও কোন ধরণের অনাকাঙ্খিত সমস্যার জন্য কী করবেন? আপনাদের সুস্থ ও নিরাপদ ঘুরাঘুরি ও কেনাকাটার জন্য বিজ্ঞানবাক্সের পক্ষ থেকে থাকছে কিছু দিক-নির্দেশনা।

ঘুরতে ঘুরতে হঠাৎ অসুস্থতা অনুভব করছেন?
রক্তচাপ কিংবা মাথাব্যথা?

মেইনগেটের ডানপাশের দ্বিতীয় গলিতে আছে মেডিকেল সেন্টার! জরুরী প্রয়োজনে চিকিৎসা নিন ও সাথে একটু বিশ্রাম করুন।

বানিজ্য মেলা
এই ভবনের ভেতরেই মেডিকেল সেন্টার।

বাচ্চার ক্ষুধা লেগেছে?
তাকে মায়ের দুধ খাওয়াতে হবে?
ডায়াপার চেঞ্জ করতে হবে?  

মেইনগেটের ডানপাশের তৃতীয় গলিতে আছে “মা ও শিশু কেন্দ্র”। সেখানে নিঃসংকোচে বাচ্চার যত্ন নিতে পারবেন।

বানিজ্য মেলা
মা ও শিশু কেন্দ্র

তাছাড়া সার্ক ফোয়ারার বাম পাশের গলিতে আছে “বেবি এন্ড মাদার কেয়ার সেন্টার”। আপনি চাইলে সেখান থেকেও সেবা নিতে পারেন।

বানিজ্য মেলা
সুপার মম। এখানেও ব্রেস্টফিডিং করাতে পারবেন ও ডায়াপার চেঞ্জ করতে পারবেন।

মেলার ভেতর খেতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন?
অতিরিক্ত দাম নিচ্ছে?
খাবারের মান সে অনুপাতে ভালো না?

মেলার একদম বাম পাশে শেষ মাথায় আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস! সেখানে অভিযোগ করতে পারেন।
অথবা ফোন করতে পারেন-০১৭৭৭৭৫৩৬৬৮ এই নাম্বারে।বানিজ্য মেলা

হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দেয়ার প্রয়োজন হয়ে পড়েছে?
দ্বিতীয় গেটের পাশেই আছে মসজিদ। সেখানে ওয়াশরুমের ব্যবস্থাও আছে।

বানিজ্য মেলা
দ্বিতীয় গেটের পাশেই সার্ভিস গেট। তার পাশেই মসজিদ ও ওয়াসরুম।

এবার টিকেট কাটতে পারেন অনলাইন থেকেও।
সেজন্য এই http://ticket.e-ditf.com/ লিংকে যান।

মেইন গেট দিয়ে ঢুকলেই পাবেন ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার। সেখানে থেকে আপনার প্রয়োজনীয় স্টল খুঁজে নিতে পারবেন।

বানিজ্য মেলা
ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টারে গিয়ে স্টলের নাম লিখে সার্চ দিলেই লোকেশন দেখিয়ে দিবে।

মেলায় সর্বদা পর্যাপ্ত পুলিশ থাকবে সবখানে। সাহায্য নিতে পারেন তাদেরও।

মেলার মাঠে পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিনও আছে। ময়লা বাইরে না ফেলে ডাস্টবিনে ফেলুন।

বানিজ্য মেলা
মেলা প্রাঙ্গল সুন্দর রাখুন। ময়লা ডাস্টবিনে ফেলুন।

মেলার দু-পাশেই রয়েছে দুইটি শিশু পার্ক। সন্তানকে সেখান থেকেও ঘুরিয়ে আনতে পারেন।

বানিজ্য মেলা
শিশু পার্কে যেতে পারেন শিশুকে নিয়ে।

বানিজ্য মেলা’য় শিশুদের জন্য স্পেশাল কিছু চান?
ঘুরতে ঘুরতে আপনার লিটল জিনিয়াসকে একটু জ্ঞান-বিজ্ঞানের সাথেও পরিচয় করিয়ে দিতে চান?

বানিজ্য মেলা
আপনার সন্তানকে নিয়ে বিজ্ঞানবাক্সের স্টল থেকে ঘুরে আসুন।

সেজন্য দ্বিতীয় গেটের সামনেই মিনি সায়েন্স ল্যাবসহ আছে বিজ্ঞানবাক্সের স্টল।
আপনার লিটল জিনিয়াসকে বিজ্ঞানবাক্স স্টল থেকে ঘুরিয়ে আনতেও ভুলবেন না কিন্তু।

বানিজ্য মেলা
বিজ্ঞানবাক্স স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের ভীড়।

সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
আপনার সুস্থ ও নিরাপদ জীবন কামনায় “অন্যরকম বিজ্ঞানবাক্স”।

 1,780 total views,  1 views today

What People Are Saying

Facebook Comment